How to buy

                                            বাংলাদেশ ফিল্ম আর্কাইভ

ক্রয় করুন বাংলা সিনেমার ছবি, পোস্টার, বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এবং অন্যান্য ছবি খুব সহজে এবং নিরাপদ উপায়ে।

ছবি অর্ডার প্রক্রিয়া:
১। “http://photo.bfa.gov.bd” এই লিংকে যান । এইখানে ছবি খুঁজতে পারবেন বা আপনার পছন্দের ক্যাটাগরিতে ক্লিক করুন। আপনার পছন্দের ছবিটি বাছাই করুন এবং ক্লিক করুন। এখানে আপনি ছবিটির মূল্য দেখতে পারবেন।
২। কিনতে চাইলে “I want to buy” বাটনে ক্লিক করুন। নিচের দিকে এই ছবি সম্পর্কিত আরো ছবি দেখতে পারবেন, কিনতে চাইলে একই পদ্ধতিতে ক্লিক করুন অথবা ছবি ক্যাটাগরিতে গিয়ে পছন্দের ছবি খুজুন এবং কিনতে চাইলে একই পদ্ধতিতে “Add to cart” বাটনে ক্লিক করুন।
৩। ক্লিক করার পর উপরের দিকে সবুজ রঙের একটি নোটিফিকেশন দেখতে পাবেন এবং ডান দিকে “view cart ” লেখার উপর ক্লিক করুন।
৪। এই পেইজে আপনি আপনার পছন্দের ছবি এবং এবং তাদের মূল্য দেখতে পাবেন। কিনতে চাইলে “Request to buy” বাটনে ক্লিক করুন।
৫। এইখানে আপনি একটি ফর্ম দেখতে পাবেন। আপনার সকল তথ্য দিয়ে ফর্মটি পূরণ করুন এবং ছবিটি কেনার উদ্দেশ্য বিস্তারিত লিখুন তারপর “Submit” বাটনে ক্লিক করুন।
৬। আপনার ফর্মটি সফলতার সাথে সম্পাদন হলে একটি নোটিফিকেশন পাবেন।
৭। আপনার অনুরোধটি গ্রহণযোগ্য হলে আপনি পরবর্তী ধাপে যাওয়ার জন্য ইমেইল নোটিফিকেশন পাবেন।
৮। মেইলে আপনি টাকা পরিশোধের মাধ্যম পেয়ে যাবেন। সেখানে গিয়ে টাকা পরিশোধ করুন।
৯। টাকা পরিশোধের পরে অপেক্ষা করুন। কতৃপক্ষ আপনার প্রদেয় অর্থের তথ্যের সত্যতা যাচায়ের পর আপনি একটি মেইল পাবেন।
১০। আপনার অর্ডার সফল হলে মেইলে আপনি উচ্চ রেজল্যুশন ছবির ডাউনলোড লিংক পাবেন।